একাধিক অ্যাকশন প্যাকড দৃশ্যে দেখা গিয়েছিল। তাঁর এই প্রতিভাকে এবার কাজে লাগাচ্ছেন ভারতীয় ছবি নির্মাতারা।
রোম্যান্স ছেড়ে এবার অ্যাকশনে মন দিয়েছেন দীপিকা পাডুকোন। তাঁর এই ফাইটার অবতারের হদিশ পাওয়া গিয়েছিল হলিউড-এর ছবি xXx: Return of Xander Cage দিয়ে।
একাধিক অ্যাকশন প্যাকড দৃশ্যে দেখা গিয়েছিল। তাঁর এই প্রতিভাকে এবার কাজে লাগাচ্ছেন ভারতীয় ছবি নির্মাতারা। ফাইটারের পর এবার পাঠানেও অ্যাকশন করতে দেখা যাবে দীপিকা পাডুকোনকে।
নায়িকার ঘনিষ্ঠ এক সূত্রের খবর অনুযায়ী, ‘এই মুহূর্তে দীপিকা ব্যস্ত পাঠান ছবির অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ে। মুম্বইতেই হচ্ছে অ্যাকশন পর্বের শ্যুটিং। চূড়ান্ত পরিশ্রম করেছেন তিনি এই চরিত্রের জন্য।’
লকডাউনের বিধি নিষেধ শিথিল হওয়ার পর থেকেই শাহ রুখ খানের বিপরীতে পাঠান ছবি এবং পরিচালক শকুন ভট্টের নাম না হওয়া ছবির শ্যুটিংয়ে চূড়ান্ত ব্যস্ত দীপিকা। এছাড়াও তাঁকে আগামীদিনে দেখা যাবে নাগ অশিনের ছবি কে-তে প্রভাসের বিপরীতে। এছাড়াও তার হাতে রয়েছে অমিতাভ বচ্চনের সঙ্গে হলিউডের ছবি দ্যা ইন্টার্ন-এর রিমেক, ’এইটিথ্রি, মহাভারত এবং ফাইটার।
সূত্র: এসময়
বিনোদন/এনজে